জাতীয়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ কার্যকর থাকবে বলে ঘোষণা দিয়েছেন চেম্বার আদালত।
হাইকোর্টের নির্দেশনা বহাল, আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসছে না

স্টাফ রিপোর্টার
বুধবার, ২১ মে, ২০২৫ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ কার্যকর থাকবে বলে ঘোষণা দিয়েছেন চেম্বার আদালত।
বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যেখানে সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ২৯ এপ্রিল, হাইকোর্টের এক আদেশে জানানো হয় যে, এই বছর বনশ্রীর মেরাদিয়া এলাকায় গরুর হাট বসানো অনুমতি দেওয়া হবে না।
অপরদিকে, ৪ মে একই বেঞ্চের সিদ্ধান্তে জানানো হয় যে, রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাটের জন্য ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর ফলে, চলমান বছরেও আফতাবনগরে গরুর হাট বসানো সম্ভব হবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
উভয় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
২০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর