সর্বশেষ

বিনোদন

রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বিভাগে মেহজাবীন চৌধুরী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২১ মে, ২০২৫ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এবার যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের ৩৩তম আসরে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এ অর্জনে ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত এই তারকা।

‘সাবা’ চলচ্চিত্রটি এর আগে জায়গা করে নিয়েছে টরন্টো, বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক আসরে। নতুন করে রেইনড্যান্সে এই মনোনয়ন চলচ্চিত্রটির গ্লোবাল স্বীকৃতির তালিকায় যুক্ত করল আরেকটি মাইলফলক।

মেহজাবীন গণমাধ্যমকে জানান, “এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মনোনয়ন পাওয়া আমার জন্য বিশাল অর্জন। বিশেষ করে, যেখানে বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই গর্বের।”

রেইনড্যান্স উৎসব শুরু হবে আগামী ১৮ জুন এবং চলবে ২৭ জুন পর্যন্ত। এই উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে ‘ন্যারেটিভ ফিচার’ বিভাগে।

প্রসঙ্গত, এটি পরিচালক মাকসুদ হোসাইনের প্রথম চলচ্চিত্র। তিনিও উৎসবে মনোনয়ন পেয়েছেন প্রথম সিনেমার নির্মাতা হিসেবে। পাশাপাশি, ‘সাবা’ নির্বাচিত হয়েছে ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগের জন্যও।

তবে নানা আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হলেও, ‘সাবা’ এখনো বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। দর্শকরা এখন অপেক্ষায়, কবে দেশের পর্দায় দেখা যাবে বহুল আলোচিত এই সিনেমাটি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন