বরগুনায় দুই স্থানে নারী ও যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বুধবার, ২১ মে, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনা পৌর শহর ও সদর উপজেলার দুটি পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুরে এ দুই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সাহিদা আক্তার রোজী (৫৪) এবং জান্নাতুল নাঈম (২৬)।
পুলিশ জানায়, শহরের কমিশনার ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় একাই বসবাস করতেন রোজী আক্তার। গত দুই দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে বাড়ির মালিক ও কেয়ারটেকারের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
একই দিন সকালে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামের একটি কলা বাগান থেকে জান্নাতুল নাঈম নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক বাগানে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহতের শরীরে লাল সুতা বাঁধা ছিল এবং পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
ঘটনার বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জহুরুল ইসলাম হাওলাদার জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩৭ বার পড়া হয়েছে