সাতক্ষীরার উন্নয়ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বুধবার, ২১ মে, ২০২৫ ১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।
এসময় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও রাজনীতিবিদ শেখ কামরুল ইসলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, তৈয়েব হাসান বাবু, এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাবেক পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা নাসিমা খাতুন, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জনসংযোগ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, কোষাধ্যক্ষ আমিনুল হক খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুছা করিমসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার ও সৌন্দর্যবর্ধন, দখলমুক্ত করে খাল খনন, কবরস্থানের জন্য নতুন জমি বরাদ্দ, আশাশুনি পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, তালার পাটকেলঘাটাকে পৃথক উপজেলা ঘোষণা, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, সাতক্ষীরা রেঞ্জে পর্যটন উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ মোট ২৭ দফা দাবি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে জেলার উন্নয়নের স্বার্থে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।
১২০ বার পড়া হয়েছে