সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনাসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বুধবার, ২১ মে, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
বুধবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার তালিকায় আছেন সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম, আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন এবং ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান কর্তৃক দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন এবং নিজেদের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগের অনুসন্ধান চলছে।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগের আশঙ্কা রয়েছে বলে দুদকের বিশ্বস্ত সূত্রের বরাতে আবেদনে উল্লেখ করা হয়। অনুসন্ধান প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আদালতের কাছে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়।
আদালত বিষয়টি বিবেচনা করে চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
১২১ বার পড়া হয়েছে