সর্বশেষ

জাতীয়

আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ১০১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১০১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগের বাইরে ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, দক্ষিণ সিটিতে ২৪ জন, খুলনা বিভাগে দুইজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন ডেঙ্গু রোগী। এ বছর এ পর্যন্ত মোট ৩ হাজার ২৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। ওই সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন