সর্বশেষ

জাতীয়

শাহরিয়ার হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবরোধ, এক ঘণ্টা পর শাহবাগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বেলা সাড়ে তিনটার দিকে এই অবরোধ শুরু হয়, যা প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়।

ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী এ সময় শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দেন। বৃষ্টির মধ্যেও তারা শাহবাগে কর্মসূচি পালন করেন। বিকেল সোয়া পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মোড় দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। কর্মসূচি শেষে নাছির উদ্দীন বলেন, “বাংলাদেশে ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং প্রশ্ন তোলেন—“শাহরিয়ারের হত্যার এত দিন পরেও কেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায়নি?”

এ নিয়ে গত রোববারও ছাত্রদল শাহরিয়ার হত্যার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছিল। সেই কর্মসূচিতেও তারা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং সরকারকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। সেই সময় তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, “সদিচ্ছার অভাব দেখা গেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতকোত্তর করছিলেন।

ঘটনার পর তাঁর ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং আদালতের আদেশে তারা কারাগারে রয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন