সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা আসছে, সিদ্ধান্ত শিগগিরই: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা কার্যকরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তবে কবে থেকে এবং কত শতাংশ হারে এ ভাতা কার্যকর হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, “নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা চালু করা হবে বলে আমরা পরিকল্পনা করেছি। এ বিষয়ে ইতোমধ্যেই একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কত শতাংশ এবং কোন গ্রেডে কত দেওয়া হবে—এ বিষয়গুলো তারা পর্যালোচনা করছে।”
জানা গেছে, আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করার চিন্তাভাবনা করছে সরকার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ১ থেকে ৯ নম্বর গ্রেডের কর্মীদের জন্য ১০ শতাংশ এবং ১০ থেকে ২০ গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।
তবে ওই প্রস্তাব সংশোধন করে ১-৯ গ্রেডের কর্মীদের ভাতা ১৫ শতাংশে উন্নীত করার ভাবনাও রয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। এ ক্ষেত্রে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা আরও জানান, মহার্ঘ ভাতার জন্য বাজেটেই আলাদা বরাদ্দ রাখা হবে।
উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। পরবর্তীতে পদোন্নতিসহ বিভিন্ন কারণে সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকায়।
চলতি বছরের শুরুতেই মহার্ঘ ভাতা চালুর আলোচনা শুরু হলেও দেশের অর্থনৈতিক চাপে তা পিছিয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বিষয়টি ফের সক্রিয়ভাবে বিবেচনায় নিচ্ছে সরকার।
১১৯ বার পড়া হয়েছে