ভারতের একাধিক ভ্রমণ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বেশ কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। খবর প্রকাশ করেছে দ্য ইকোনোমিক টাইমস।
বিবৃতিতে জানানো হয়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কনস্যুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিনিয়ত এমন চক্র শনাক্তে কাজ করছে যারা অবৈধ অভিবাসন বা মানবপাচারের সঙ্গে জড়িত।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা নিষেধাজ্ঞার এ পদক্ষেপ কেবল যাত্রীদের সচেতন করতেই নয়, বরং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোকজন পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার অংশ।
পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের অভিবাসন নীতির মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি ও এর পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করা এবং যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের জবাবদিহির আওতায় আনা। আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করে যাব।”
যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, ভবিষ্যতেও এ ধরনের মানবপাচার ও অবৈধ অভিবাসন চক্র ভাঙতে প্রয়োজনীয় ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে