আটঘরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত নারী হাসপাতালে

সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী গুরুতর আহত হন। সোমবার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে আটঘরিয়া উপজেলার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল পাবনা পৌরসভার পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে। তিনি তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেলে করে একদন্ত যাচ্ছিলেন বলে জানিয়েছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতুলকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নারীটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রাতুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
১১৫ বার পড়া হয়েছে