সর্বশেষ

সারাদেশ

পাবনার কাজিরহাট বিদ্যালয়ে দুইদিনে ৪১ শিক্ষার্থী অচেতন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ১৯ মে, ২০২৫ ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে রহস্যজনকভাবে দুই দিনে ৪১ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে স্কুলের দোতলার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কক্ষে হঠাৎ করে ৩৫ জন শিক্ষার্থী একযোগে অচেতন হয়ে পড়ে। এর আগের দিন রোববার (১৮ মে) বিকেল ৩টার দিকে একই শ্রেণির ৬ জন শিক্ষার্থী একইভাবে অচেতন হয়ে পড়ে।

অচেতন শিক্ষার্থীদের মধ্যে মাইমুনা খাতুন, সুমী, সুমাইয়া, জেরিন ইসলাম, জান্নাতুল, জাকিয়া আক্তার, মরিয়ম খাতুন, লিমা আক্তার, সাদ্দাম হোসেন, আসিফ, ফাতেমা খাতুন, দুলা আক্তার, মারিয়া, আসিফ মাহমুদ, জিয়াসমিন, মুহাম্মদ আলী, রিফাত হোসেন, শাকিলা, সানজিদা, আফসানা খাতুনসহ আরও অনেকে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি শ্রেণিকক্ষে এক ধরনের অস্বাভাবিক গন্ধ পাওয়া যাচ্ছিল, যা শিক্ষার্থীদের অসুস্থতার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “আমরা দুটি শ্রেণিকক্ষে এক ধরনের গন্ধ পেয়েছি। সন্দেহ করছি, কেউ হয়তো চেতনানাশক জাতীয় কিছু স্প্রে করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

অভিভাবকরা অভিযোগ করেছেন, রবিবারের ঘটনার পর যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সোমবারের ঘটনা ঘটেছে। তারা বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তার অভাবকেও দায়ী করছেন।

এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা জানান, “ভ্যাপসা গরম বা খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত কিছু বলার আগে চিকিৎসা পরীক্ষার প্রয়োজন।”

ঘটনার পর পরই বিদ্যালয়ে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম জানান, “বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণিকক্ষের অবস্থা ও সম্ভাব্য সব দিক খতিয়ে দেখতে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের টিম ঘটনাস্থলে গেছে। প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে অভিভাবক ও স্থানীয় জনগণ।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন