ধামরাইয়ে শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই কাপড়ের দোকান

সোমবার, ১৯ মে, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই পৌরশহরের কেন্দ্রীয় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ময়ূরী ও স্বদেশ বস্ত্রলয় নামে দুটি কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। পরবর্তীতে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ময়ূরী বস্ত্রালয়ের মালিক আব্দুস সালাম কান্নাজড়িত কণ্ঠে জানান, “বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকার কাপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কেবল দুই থেকে আড়াই লাখ টাকার কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা বলেন, “বাজার এলাকার রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বিকল্প রাস্তায় গিয়ে দূর থেকেই পাইপের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুন নেভাতে আমাদের বাড়তি চেষ্টার প্রয়োজন হয়, কারণ আগুনের উৎস ছিল কাপড়ের দোকান।”
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির নির্ধারিত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, ধামরাই বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনায় দ্রুত প্রতিকার সম্ভব হয়।
১৩৩ বার পড়া হয়েছে