সর্বশেষ

জাতীয়

গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি: উপদেষ্টা

ডেস্ক রিপোর্টার
ডেস্ক রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে চলমান আন্দোলনের প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘গায়ের জোরে নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে।’

সোমবার (আজ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে অন্তত ১০টি আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে, যা নিরসন না হওয়া পর্যন্ত শপথ সম্ভব নয়।

উল্লেখ্য, ‘ঢাকাবাসী’ ব্যানারে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাঁরা মেয়র হিসেবে ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। তাঁদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও শপথ গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, উচ্চ আদালতের রায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আইন মন্ত্রণালয়ের মতামত এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রক্রিয়া অনুসরণ না করেই আন্দোলন চালানো হচ্ছে, যা নগরবাসীর জন্য দুর্ভোগ তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে আন্দোলনের মাধ্যমে ফল আদায়ের এই চেষ্টা অনাকাঙ্ক্ষিত।’

উপদেষ্টার উত্থাপিত ১০টি প্রধান জটিলতা:
১. হাইকোর্টের রায় উপেক্ষা করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে।
২. নির্বাচন কমিশন শুনানিতে অংশ না নেওয়ায় একপাক্ষিক রায় হয়েছে।
৩. আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার আগেই রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়েছে।
৪. স্থানীয় সরকার বিভাগ মামলার কোনো পক্ষ নয় এবং রায়ে তাদের জন্য নির্দেশনাও নেই।
৫. নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা রিট এখনো বিচারাধীন।
৬. বারিশাল সিটি করপোরেশনের একটি মামলায় ট্রাইব্যুনাল ভিন্ন মত পোষণ করেছে।
৭. মেয়াদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে—ইশরাক কত দিন মেয়র থাকবেন তা স্পষ্ট নয়।
৮. নির্বাচন কমিশনের চিঠিতে "আইনি জটিলতা না থাকলে ব্যবস্থা নিতে" বলা হয়েছে।
৯. আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য আবেদন করা হয়েছে।
১০. অতীতের কিছু নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

পোস্টের শেষে আসিফ মাহমুদ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শপথ নেওয়া সম্ভব নয়। এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগ শপথে কোনো বাধা দেবে না।’

তিনি একটি ছবিও পোস্টে সংযুক্ত করে লেখেন, ‘ইশরাক হোসেনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রম চালানো হচ্ছে, যার কোনো যৌক্তিক কারণ দেখি না।’

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন