'ভালোবাসি ময়না' নতুন গান নিয়ে যে বার্তা দিলেন এ আর পলাশ

সোমবার, ১৯ মে, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রবাসে থেকেও সংগীতের প্রতি অঙ্গীকারবদ্ধ জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিসুর রহমান পলাশ নতুন গান নিয়ে দর্শক শ্রোতাদের জন্য আসছেন। সম্প্রতি তার নতুন গানের শিরোনাম “ভালোবাসি ময়না” এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পলাশ জানান, এই গানটি তিনি প্রিয় ভালোবাসার মানুষ ময়নার জন্য করেছেন। নিজের স্বপ্নের মানুষটির জন্য অনেক কিছুই ভাবেন এবং তার অনুভূতিগুলো সুরে সুরে প্রকাশের চেষ্টা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই গানটি সবার কাছে পৌঁছে যাবে।
গানটির কথা ও সুর নিজেই রচনা করেছেন আনিসুর রহমান পলাশ। সংগীত পরিচালনা করেছেন দেবাশীষ দেবু। রিলিজের জন্য গানটি প্রস্তুত রয়েছে, এবং আশা করা যাচ্ছে ঈদের আগেই এটি রংধনু স্টুডিও থেকে মুক্তি পাবে। গানটি ইউটিউব চ্যানেল এ আর পলাশে প্রকাশিত হবে।
গত শুক্রবার জেদ্দায় এক কনফারেন্সে গানটির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন সংগীতশিল্পী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সংগীতপ্রিয় ব্যক্তিবর্গ। এ সময় নোয়াব গ্রুপ ও সবুজ বাংলা রেস্টুরেন্ট মক্কা সার্বিক সহযোগিতা করেন।
এছাড়াও, আনিসুর রহমান পলাশ বাংলাদেশের একজন জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এস এ টিভির সিনিয়র রিপোর্টার, জাতীয় দৈনিক জরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও হাওর বার্তা’র নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য, এ আর পলাশ প্রবাসে থেকেও সংগীতের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নতুন এই গানটি প্রকাশের ফলে ভক্ত ও শ্রোতাদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা বেড়েছে।
১১৯ বার পড়া হয়েছে