সর্বশেষ

জাতীয়

'নিউ টাউন সোসাইটি'র প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ডেমরায় 'নিউ টাউন সোসাইটি'র প্রতিনিধি নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ১ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় দুই হাজার ভোটারের সক্রিয় অংশগ্রহণে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সকাল থেকেই নির্বাচনী এলাকাজুড়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীল আচরণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনের মাধ্যমে নিউ টাউন সোসাইটির বাসিন্দারা ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নিজেদের নেতৃত্ব বেছে নেন। ভোটাররা প্রতিশ্রুতির চেয়ে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে ভোট দেন বলে জানা যায়।

নির্বাচনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন নিউ টাউন সোসাইটির অন্যতম উদ্যোক্তা, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী। তিনি বলেন, “নিউ টাউন সোসাইটির নির্বাচন জাতীয় মানদণ্ডে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচনের প্রতিফলন। সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশন ও পরিচালনা কমিটি প্রশংসার দাবি রাখে।”

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন আহ্বায়ক নেছার উদ্দিন আহম্মদ (প্রধান নির্বাচন কমিশনার)। কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন জালাল আহমদ হাওলাদার, মোঃ মোতাসিম বিল্লাহ এবং অ্যাডভোকেট নুরুজ্জামান। নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সদস্য সচিব মোহাম্মদ আবু জাফর।

দিনব্যাপী নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী, মানবাধিকারকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

এ নির্বাচন শুধু একটি গোষ্ঠীগত কার্যক্রম নয়, বরং এটি একটি গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রোডভিত্তিক ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নসহ এলাকাভিত্তিক সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন