সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ১৯ মে, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সৃষ্টি করেছে বুদ্ধিবৃত্তিক চর্চার নতুন উদ্দীপনা ও উৎসাহ।

দুই দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, যেখানে যুক্তি, বিশ্লেষণ ও মত প্রকাশে প্রতিভার স্বাক্ষর রাখেন প্রতিযোগীরা।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গত শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। পরদিন রবিবার (১৮ মে) অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল: "আর্থ-সামাজিক বৈষম্য ঘোচানো সম্ভব নয়, এটি সমাজের স্বাভাবিক পরিণতি।" এতে ইংরেজি বিভাগ পক্ষে এবং বিবিএ বিভাগ বিপক্ষে অবস্থান নেয়। যুক্তি, বিশ্লেষণ ও প্রাঞ্জল উপস্থাপনার ভিত্তিতে বিচারক প্যানেল বিজয়ী ঘোষণা করেন ইংরেজি বিভাগকে। দলের নেতৃত্বে ছিলেন শ্রাবণী বড়ুয়া তিশা এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাবুবা সুলতানা মিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। এস এম হাসান সমাজ, শিক্ষা ও ন্যায়বিচার বিষয়ক তাঁর বক্তব্যে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেন।

এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বান্দরবান বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (BUDS)। অনুষ্ঠানে বিইউডিএস-এর প্রথম কমিটি ঘোষণা করেন ট্রাস্টের চেয়ারম্যান। সভাপতি নির্বাচিত হন বিবিএ বিভাগের তানভীর মহতাব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন জিডিএস বিভাগের চন্দ্রিমা বড়ুয়া।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভবিষ্যতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন