সর্বশেষ

আন্তর্জাতিক

জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার, হাড়ে ছড়িয়ে পড়েছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৯ মে, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

৮২ বছর বয়সী বাইডেন সম্প্রতি প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নেন। পরে পরীক্ষায় জানা যায়, তিনি আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গ্লিসন স্কোর ৯ (১০-এর মধ্যে), যা উচ্চ-গ্রেডের ক্যানসার হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, গ্লিসন স্কোরের মাধ্যমে ক্যানসারের কোষের গঠন, ছড়িয়ে পড়ার ধরন ও চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়। উচ্চ স্কোর মানে দ্রুত ছড়ানোর আশঙ্কা বেশি।

বাইডেনের কার্যালয় জানিয়েছে, এই ক্যানসার ‘হরমোন-সংবেদনশীল’, অর্থাৎ উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। বর্তমানে বাইডেন ও তাঁর পরিবার সম্ভাব্য চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের ক্যানসার শনাক্তের পর ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের নেতারা তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বাইডেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ডেমোক্রেট প্রতিনিধি রো খান্না বাইডেন ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করে বলেন, “জো ও জিল সব সময় লড়েছেন। এবারও সাহস ও মর্যাদার সঙ্গে তাঁরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।”

২০২৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাইডেন অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে সম্প্রতি তিনি শিকাগোতে একটি সম্মেলনে বক্তব্য দেন এবং বিবিসি ও এবিসি-র মতো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন।

প্রসঙ্গত, বাইডেন বহু বছর ধরে ক্যানসার গবেষণার পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি ও ফার্স্ট লেডি জিল বাইডেন পুনরায় ‘ক্যানসার মুনশট’ কর্মসূচি চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসারজনিত মৃত্যু প্রতিরোধ করা।

বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান, যা তাঁর ব্যক্তিগত জীবনেও এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা জোরদার করেছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন