সর্বশেষ

আন্তর্জাতিক

বেলুচিস্তানের গুলিস্তান বাজারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ২০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৯ মে, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার দুপুরে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

জেলাশাসক রিয়াজ খানের বরাতে স্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, জব্বার মার্কেটের নিকটস্থ এলাকায় বিস্ফোরণের পরপরই আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। বহু দোকান বিধ্বস্ত হয়ে পড়ে এবং কিছু দোকানে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে। বিস্ফোরণস্থলের পাশেই ছিল ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এর একটি দুর্গপ্রাচীর, যার ফলে বিস্ফোরণের পরপরই এফসি সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে জঙ্গি হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন