সর্বশেষ

আইন-আদালত

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ, সোমবার আদালতে তোলা হবে নুসরাতকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ মে, ২০২৫ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার (১৯ মে) তাকে আদালতে তোলা হবে।”

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে রাজধানীতে একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনামুল হক নামে এক আন্দোলনকারীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় ২০২৫ সালে সরকার পরিবর্তনের পর আদালতের নির্দেশে ভাটারা থানায় মামলা দায়ের করেন এনামুল হক।

মামলায় ১৭ জন তারকাসহ মোট ৩০০-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়। এজাহারে অভিনেত্রী অপু বিশ্বাস, ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা আন্দোলন দমন করার জন্য অর্থ ও লজিস্টিক সহায়তা দিয়েছেন। এ সময় ছোড়া গুলিতে এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এবং তিনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এছাড়াও আরও তিন থেকে চারশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন