সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান, যিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন)
যুগ্ম সম্পাদক: এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ)
অর্থ সম্পাদক: শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি)
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আকরামুল ইসলাম (যমুনা টিভি)
দপ্তর সম্পাদক: মাসুদুজ্জামান সুমন
নির্বাহী সদস্যরা হলেন:
অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ), আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

কমিটি গঠনের আগে প্রেসক্লাবের স্থবিরতা কাটিয়ে উঠতে একাধিক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় অংশ নিয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (চ্যানেল আই), সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী (সময় টিভি), সাপ্তাহিক সূর্য আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান এবং বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যক্রমে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন