সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

শেখ ফারহান সাদাফ, বেনাপোল 
শেখ ফারহান সাদাফ, বেনাপোল 

রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

১৬ মে (শুক্রবার) রাতে বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি ভ্যানে করে আসা চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তারা চারটি বস্তা ফেলে রেখে যায়, যেগুলো থেকে বিজিবি সদস্যরা মোট ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার উদ্ধার করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, মাদক, বৈদেশিক মুদ্রা ও হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান রোধে সীমান্তে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে বিজিবি নিয়মিতভাবে চোরাচালানবিরোধী সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ বন্ধে বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন