সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রোববার (১৮ মে) নিশ্চিত করেছে দুদক সূত্র।

দুদক জানিয়েছে, অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব যাচাই করবে। এর পাশাপাশি, আয়কর নথির সঙ্গে তার প্রকৃত সম্পদের তথ্য মিলিয়ে দেখা হবে।

এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচার, প্লট জালিয়াতি ও সরকারি প্রকল্পের অর্থ লুটপাটসহ একাধিক অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এছাড়া বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে ছয়জন নিহত হন। এরপর আন্দোলনের ধারাবাহিকতায় ৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

পরিস্থিতি চরমে পৌঁছালে ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা পরে সম্প্রসারিত হয়ে ২১ সদস্যে উন্নীত হয়।

সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়। শেখ হাসিনার বিরুদ্ধেই বর্তমানে শতাধিক হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন