ইশরাককে মেয়র করার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে

রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভের কারণে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে গুলিস্তান মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, ২০২০ সালের সিটি নির্বাচনে তারা ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তবে নির্বাচনে জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়। পরে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
তবে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার শপথ গ্রহণ বা দায়িত্ব হস্তান্তরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সমর্থকদের। এ নিয়েই বুধবার (১৪ মে) থেকে শুরু হয় লাগাতার আন্দোলন।
‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ’ ব্যানারে আজও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে সমর্থকরা নগর ভবনের সামনে জড়ো হন। আন্দোলনকারীরা বলছেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে বিলম্ব সরকারের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান।
১২০ বার পড়া হয়েছে