জাতীয় ঐকমত্যের পথে অগ্রসর সংলাপ: জামায়াতের সঙ্গে আলোচনা কমিশনের

রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যদিও কিছু বিষয়ের ক্ষেত্রে এখনো মতবিরোধ রয়ে গেছে।
আলোচনার প্রারম্ভিক বক্তব্যে আলী রীয়াজ বলেন, "অনেক বিষয়েই দলগুলোর সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে, আবার কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। জামায়াতের পক্ষ থেকেও কিছু বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।"
তিনি বলেন, এই আলোচনা শুধু কমিশনের দায়িত্ব নয়; বরং রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত প্রচেষ্টাই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারে। আলোচনার টেবিলে উত্থাপিত অনেক বিষয় দলগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর নির্ভর করে, যেগুলো যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয় বলে জানান তিনি।
আলী রীয়াজ আরও বলেন, "আমরা চাই একটি জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে। প্রাথমিক আলোচনা আগামী দুই একদিনের মধ্যে শেষ করতে পারলে দ্বিতীয় ধাপের আলোচনায় যেতে পারব। সব বিষয়ে একসাথে ঐকমত্য তৈরি না হলেও আমরা আশাবাদী, সময়ের সঙ্গে সঙ্গে অগ্রগতি সম্ভব হবে।"
তিনি স্মরণ করিয়ে দেন, এই আলোচনা প্রক্রিয়ার পেছনে রয়েছে বহু ত্যাগ ও রক্তপাত। "আমরা এই পর্যায়ে আসতে অনেক প্রাণ হারিয়েছি। সেই আত্মত্যাগের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং তা সবাইকে মাথায় রাখতে হবে," বলেন তিনি।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই সংলাপ চলমান থাকবে এবং পরবর্তী ধাপে আরও স্পষ্ট অগ্রগতি আশা করা হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে