ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফুটবলে এখন সারা দেশের নজর হামজা-সামিতদের ঘিরে, কিন্তু বড়দের আগে আজ আলো ছড়াতে চায় ছোটরাও।
ভারতের ঘরেই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে বাংলাদেশের যুবারা।
আজ শনিবার (১৮ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ প্রতিনিধিরা। অপরদিকে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক ভারত। এর আগে গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ, তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এখনো সেই স্বাদ পায়নি বাংলার যুবারা।
এবার সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যে মাঠে নামছে নাজমুল হুদা ফয়সালের নেতৃত্বাধীন দল। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী শোনাল বাংলাদেশ অধিনায়ককে।
নাজমুল বলেন, "ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচে দুই দলই চায় জিততে, ট্রফি ঘরে তুলতে। আমরা এখানে এসেছি লক্ষ্য পূরণের জন্য। ইনশাআল্লাহ ট্রফি জিতে দেশেই ফিরব।"
তিনি আরও বলেন, "শুরু থেকেই আমাদের দলে আত্মবিশ্বাস ছিল। ভারত ভালো দল, তাদের প্রতি আমাদের সম্মান আছে। তবে আমরা নিজেদের খেলাটা খেলতে চাই এবং শিরোপা জিতেই ফিরতে চাই।"
সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ দল বেশ ধারাবাহিক। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী হলেও, আত্মবিশ্বাসী ফুটবলাররা তৈরি করে তুলেছে শিরোপা জয়ের স্বপ্ন। আজকের ম্যাচে সেই স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় পুরো বাংলাদেশ।
১২০ বার পড়া হয়েছে