সর্বশেষ

সারাদেশ

বাবুপুরে মসজিদে সংঘর্ষ: শটগানসহ পাঁচজন আটক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১৭ মে, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামে মসজিদের ভিতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শটগানসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী ও পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) আছরের নামাজের পর বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে মারধরের অভিযোগ ওঠে সরদার বংশের রশিদ সরদারের বিরুদ্ধে। পরদিন শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর সেই ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ভিতর সরদার ও শেখ বংশের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় মসজিদের মধ্যেই সরদার বংশের মুজিবুর রহমান সরদার লাইসেন্সকৃত একটি শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ওই শটগানটি সরদার বংশের নান্নু সরদারের নামে ইস্যুকৃত বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে বিকালে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে মসজিদ ও আশপাশের এলাকা থেকে একটি লাইসেন্সকৃত শটগান, ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা, একটি হকিস্টিক, তিনটি রামদা, দুটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—আওয়ামী লীগের কালিয়া পৌর শাখার সভাপতি সরদার মুজিবুর রহমান, আরিফুজ্জামান সরদার ওরফে শুভ, সাইমন সরদার, নান্নু সরদার এবং সিজন সরদার দ্বীপ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার (১৭ মে) আদালতে পাঠানো হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন