লামায় আবুল খায়ের টোব্যাকো অফিসে ডাকাতি: গ্রেফতার ৫, উদ্ধার সাড়ে ৩ লাখ টাকা

শনিবার, ১৭ মে, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলার লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
লামা থানা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন জানান, চক্রটি লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে চালানো পৃথক অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের (৩৬) কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার ২০০ টাকা। পরদিন শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সাবেক বিলছড়ি সিলেটি পাড়ায় ওয়াসির আলীর বাড়ির পাহাড়ি এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় আরও ২ লাখ ৬৭ হাজার টাকা।
পুলিশ ধারণা করছে, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ওয়াসির আলীর ছেলে মো. করিম, যিনি দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত অন্যরা হলেন:
মারুফুল ওরফে আরিফ (৩৩), পূর্ব ভেউলা, চকরিয়া
নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লক্ষ্যাচর, চকরিয়া
মো. সুজন (২৫), লামা পৌরসভা, আব্দুল ওহাবের পুত্র
আনোয়ারা বেগম (৪৫), সিলেটি পাড়া, ওয়াসির আলীর স্ত্রী
উল্লেখ্য, এই ডাকাতির ঘটনায় অফিস থেকে মোট ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করা হয়েছিল।
পুলিশ জানায়, অভিযান অব্যাহত রয়েছে এবং বাকী লুটকৃত অর্থ ও জড়িতদের খুঁজে পেতে তৎপরতা চালানো হচ্ছে।
১১৬ বার পড়া হয়েছে