সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় পুলিশের টিআরসি নিয়োগের প্রাথমিক ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নওগাঁ জেলার প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

ঘোষিত ফলাফলে দেখা যায়, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপ অতিক্রম করে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, কাগজপত্র যাচাই এবং পরে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, যেখানে অংশ নেন ৪৪৫ জন। তাদের মধ্য থেকে ৬৯ জনকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় ডাকা হয়।

পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই নিয়োগে কোনো ধরনের দুর্নীতির সুযোগ ছিল না। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে।” তিনি নতুনদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের সেবা করার আহ্বান জানান।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ উপস্থিত ছিলেন।

নিয়োগ প্রক্রিয়া চলাকালে তিনজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তারা চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, সরকারি কোষাগারে নির্ধারিত ১২০ টাকা জমা দিয়েই এই চাকরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা নিয়োগের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন