চাটমোহরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় গাছে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের বাসিন্দা এবং মৃত আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির দুটি গাছ কাটার জন্য বিক্রি করা হয় এক গাছ ব্যবসায়ীর কাছে। গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন ফজলুল হকসহ কয়েকজন দিনমজুর। কাজের অংশ হিসেবে ফজলুল হক একটি গাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং কান ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
১১৩ বার পড়া হয়েছে