সর্বশেষ

রাজনীতি

জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
হানাহানি, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় কালো কার্ড প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

দলটির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সভায় প্রেসিডিয়াম সদস্য গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান ও অরবিন্দ দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, "রাজনীতির নামে অপরাজনীতি এবং সহিংসতা-ধর্ষণ-খুনের মতো জঘন্য ঘটনা প্রতিরোধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। গত ১২ বছর ধরে আমরা রাজপথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।"

তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা চোখে পড়ার মতো। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান।"

নেতারা বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় ছাত্রদের ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চলছে। এর ফলে ছাত্র হত্যাসহ সহিংসতা বেড়ে চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের দাম, মূল্যস্ফীতি, শেয়ারবাজার লুট – সব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা।”

নতুনধারা বাংলাদেশ এনডিবি এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে স্বরাষ্ট্র, খাদ্য, শিল্প, বাণিজ্য, গণপূর্ত, তথ্য ও বন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এনডিবি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন