সর্বশেষ

জাতীয়

কমেছে ব্রয়লার মুরগির দাম, বাজারে এখনও চড়া সবজি ও ডিমের মূল্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কিছুটা স্বস্তি এসেছে ব্রয়লার মুরগির দামে। প্রতি কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।

তবে সবজির বাজারে এখনও চড়া মূল্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, যদিও কিছু গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১৬ মে) সকালে রামপুরা, মালিবাগ, খিলগাঁও তালতলা ও সেগুনবাগিচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বাজারে ডিম এখন বড় বাজারগুলোতে ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, আর পাড়া-মহল্লায় ১৪৫ টাকা পর্যন্ত। গত সপ্তাহেও যা ছিল ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে। ক্রেতারা হঠাৎ এই দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন লোকসানে ডিম বিক্রি করায় এখন দাম বাড়ায় খামারিরা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

মালিবাগের পাইকারি ডিম বিক্রেতা আবুল হোসেন জানান, “বর্ষায় সাধারণত ডিমের দাম বাড়ে। এ বছর বেশিদিন দাম কম থাকায় অনেক খামার বন্ধ হয়ে গেছে। এখন একটু দাম বাড়লে সেটি স্বাভাবিক।”

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে নেমে এসেছে, যা আগে ছিল ১৭০ থেকে ২০০ টাকা। তবে গরুর মাংসের ক্ষেত্রে কিছু দোকানে দাম ৭৫০ থেকে বেড়ে ৭৮০ টাকা পর্যন্ত চাওয়া হলেও দরদাম করে আগের দামে কেনা যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

পুরোনো মিনিকেট চাল এখনও বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭২ টাকা থেকে সর্বোচ্চ ৮৫-৮৬ টাকা কেজি দরে। তবে নতুন মিনিকেট চাল কিছুটা সাশ্রয়ী, যা ৭০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

গ্রীষ্মকালীন সবজি যেমন পটোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, কাকরোল, উস্তা, বেগুন ও বরবটির দাম তুলনামূলক কম। বর্তমানে এসব সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকায়। তবে বৃষ্টির কারণে সরবরাহে ভাটার সময় দাম আবার বেড়ে যাচ্ছে।

সবজি বিক্রেতা মনির হোসেন বলেন, “গরমের সবজির সরবরাহ ভালো থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তবে প্রতিদিনই দাম ওঠানামা করছে, বৃষ্টির দিনগুলোতে দাম আবার বেড়ে যাচ্ছে।”

বাজারে বর্তমানে ডিম ও চালের দাম কিছুটা বাড়তি থাকলেও ব্রয়লার মুরগি ও কিছু সবজির দামে কিছুটা স্বস্তি এসেছে। তবে আবহাওয়ার প্রভাব এবং সরবরাহের ওঠানামা বাজারের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটাচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন