সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের দাবি: আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত, মোট সংখ্যা ৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় ভারতের একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি মাসের ৬ ও ৭ তারিখ রাতে পামপুর আকাশসীমায় এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, “এই সফলতা পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।”

আইএসপিআর-এর (পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) বিবৃতিতে জানানো হয়, সফরকালে প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।

শেহবাজ শরিফ আরও বলেন, “ভারতের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সংযম ও কৌশলগত দক্ষতা দেখিয়েছে। আমাদের প্রতিরোধ ছিল কার্যকর ও তাৎক্ষণিক, যা শত্রুপক্ষের সামরিক অবকাঠামোয় বড়সড় ধাক্কা দিয়েছে।”

তিনি আশ্বাস দেন, দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনও আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

পাকিস্তান এর আগে দাবি করেছিল, চলতি সংঘাতে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এসবের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান। এবার মিরাজ ২০০০ ধ্বংসের কথা জানানোয় পাকিস্তানের দাবি অনুযায়ী ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান সংখ্যা দাঁড়াল ছয়ে।

তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি একটি স্বাভাবিক বিষয়, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন