সর্বশেষ

শিক্ষা

জবি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন, শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণঅনশন কর্মসূচিতে অংশ নেবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ঐক্য পরিষদের পক্ষ থেকে গতকাল এক ঘোষণায় জানানো হয়, ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং সম্প্রতি পুলিশের হাতে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার তদন্ত ও বিচারের দাবিতে এ আন্দোলন চলছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দীন বলেন, “আমরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি। আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তা অরাজকতা ও চরম অন্যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আগামী ১৪ মে ‘কালো দিবস’ পালনের ঘোষণা দেন এবং সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ করে বলেন, “আপনি এক সময় ছাত্ররাজনীতির অংশ ছিলেন। কিন্তু আজ আপনার আচরণ ফ্যাসিবাদী শাসকের মতো।”

আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্তত ৩০টি বাসে করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যোগ দেন। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচলে বাধা দেননি।

আন্দোলন চলাকালে দুপুরে জবির উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বৈঠক করলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। পরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আরেক দফা বৈঠক হয়, তবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, বুধবার তথ্য উপদেষ্টার ওপর বোতল ছোড়ার ঘটনায় নতুন বিতর্ক শুরু হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী বলেন, “আমাদের শিক্ষকরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পুলিশি হামলার দায়ে কি সরকার কোনো দুঃখ প্রকাশ করেছে?”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ইশতিয়াক হুসাইন জানান, তিনি ইচ্ছাকৃতভাবে উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করেননি। সাংবাদিকদের তিনি বলেন, “আমি রাজনীতি করি না, কোনো সংগঠনের সঙ্গে জড়িত না। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। বোতলটি আকাশের দিকে ছুড়ে মেরেছিলাম, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।” এদিকে, রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, ইশতিয়াককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

প্রতিদিনের মতো গতকালও কাকরাইল মোড় অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঢাকা মেডিকেলে যেতে যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের প্রতিনিধি মাহতাব হোসেন লিমন, যিনি বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অন্যদিকে, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি ও জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের কাঁধের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, “ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি জবির শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল। জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া জবির দুই শিক্ষার্থীসহ সবার আত্মত্যাগ আমরা ভুলিনি। কোনো হুমকির মুখেও আমি দায়িত্ব থেকে পিছু হটব না।”

তিনি আরও বলেন, বোতল ছোড়ার ঘটনায় কারও প্রতি তাঁর আচরণ যদি কষ্টদায়ক হয়ে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন