সারাদেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী একটি ট্রাক্টর উল্টে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী একটি ট্রাক্টর উল্টে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ছয় চাকার একটি মালবাহী ট্রাক্টর উল্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর