যার এক হাসিতেই কুপোকাত, সেই অভিনেত্রীর পড়াশোনা কতদূর?

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও লাস্যময়ী তারকা মাধুরী দীক্ষিত আজ ৫৭ বছরে পা রাখলেন।
বৃহস্পতিবার (১৫ মে) তার জন্মদিন। বলিউডের অন্যতম চিরন্তন সুন্দরী মাধুরী তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় আজও দর্শকদের মন জয় করে চলেছেন। ১৯৬৭ সালের এই দিনে মহারাষ্ট্রের মারাঠী পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী তার ক্যারিয়ারে অসংখ্য সফলতা অর্জন করেছেন।
মাধুরী দীক্ষিত, যিনি বলিউডের অন্যতম জনপ্রিয় লাস্যময়ী ও অভিনেত্রী, আজকের দিনে ৫৭ বছর বয়সে পা রাখলেন। ১৯৬৭ সালের ১৫ মে মহারাষ্ট্রের মারাঠী পরিবারের সন্তান হিসেবে জন্ম নেওয়া এই তারকা তার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৪ সালে। নাট্যধর্মী সিনেমা ‘অবোধ’-এর মাধ্যমে বলিউডে অভিষেকের পরে তিনি একের পর এক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের ব্যক্তিগত জীবন বেশ সুন্দর ও সুখী। তার স্বামী শ্রীরাম নেনে পেশায় একজন চিকিৎসক। দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে—অরিন ও রায়ান। দীর্ঘ দিন বিদেশে থাকার পর তিনি আবারও বলিউডের আলোয় ফিরেছেন। মাধুরী তার ক্যারিয়ারে পেয়েছেন ৬টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং ২০০৮ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীও অর্জন করেছেন।
মাধুরী দীক্ষিতের জন্ম মহারাষ্ট্রে, যেখানে তিনি ডিভাইন চাইল্ড হাইস্কুলে শিক্ষা গ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি নাচে প্রশিক্ষিত ও পেশাদার কত্থক নৃত্যশিল্পী। কলেজে বিএসসিতে মাইক্রোবায়োলজি পড়ার সময় তিনি অভিনয়ে মনোযোগ দেন। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই তার অভিনয় ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল। ‘অবোধ’ সিনেমার জন্য তিনি প্রথম সুযোগ পান। তার ক্যারিয়ার শুরু হয় এই সিনেমার মাধ্যমে, এবং এরপর তিনি বলিউডে একের পর এক সফল সিনেমায় কাজ করেন।
১১৬ বার পড়া হয়েছে