সর্বশেষ

খেলা

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, সরকারের সবুজ সংকেত পেল বিসিবি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

চলতি বছরের মে মাসেই হওয়ার কথা ছিল সিরিজটি, তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর কারণে তা দুই দিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হবে ২৭ মে থেকে।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দেয়। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।

বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের জন্য সবুজ সংকেত পেয়েছে। বিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন, ‘আমরা সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এখনও লিখিত অনুমতি না পেলেও, শিগগিরই তা হাতে পাব বলে আশা করছি।’

তবে বিষয়টি এখানেই শেষ নয়। বিসিবি জানিয়েছে, সফরের ব্যাপারে চূড়ান্ত দল গঠনের আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হবে। কেউ যদি নিরাপত্তাজনিত কারণে সফরে যেতে না চান, তাহলে তাকে জোর করা হবে না।

‘আমরা খেলোয়াড়দের মতামত জানতে চাই। কেউ যদি না যেতে চায়, আমরা সেটা সম্মান করবো’, বলেছেন বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, এটি বাংলাদেশ দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর হলেও, নিরাপত্তা ইস্যুতে সতর্কতা বজায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন