আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত অন্তত ৬২, খান ইউনিসে ব্যাপক প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যরাতের ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের বাসিন্দা।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে উদ্ধারকারীরা খান ইউনিস থেকে ৫৬ জন, বেইত লাহিয়া থেকে চারজন এবং দেইর আল-বালাহ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

মাহমুদ বাসাল জানান, খান ইউনিসের সামুর পরিবারের ১৩ সদস্য নিহত হওয়ার পর তাদের নাম নাগরিক নিবন্ধন তালিকা থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে।

এদিকে, গাজার দক্ষিণে ব্যাপক বিমান হামলার পাশাপাশি উত্তরের বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বিশেষ করে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি পুরনো স্কুলকে টার্গেট করে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেগুলোর ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে—হামাস এসব ভবনে তাদের কার্যক্রম চালাচ্ছে।

তবে গাজায় কাজ করা স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, এসব ভবনে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপদে সরিয়ে নিতে সময় প্রয়োজন হবে। ফলে যেকোনো আগাম হামলায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে তারা।

বিগত কয়েক মাসের সংঘাতে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে, আর চলমান হামলায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন