বাজারভিত্তিক বিনিময় হার : ডলারের মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত সংস্কারের বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে দিতে টাকার বিনিময় হারকে বাজারভিত্তিক করা হয়েছে।
তবে অনাকাঙ্ক্ষিত হারে ডলারের মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আজ রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পিআরআই নিয়মিতভাবে দেশের সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণে এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে, আজ ছিল এর আনুষ্ঠানিক সূচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
ডেপুটি গভর্নর বলেন, ‘‘বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত সংস্কার প্রচেষ্টার একটি বড় অংশ। এতে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক বার্তা যাবে যে, বাংলাদেশ সংস্কারের ব্যাপারে আন্তরিক। পাশাপাশি দেশের বহিঃখাত যে স্থিতিশীল রয়েছে, সেটিও স্পষ্ট হবে।’’
তিনি আরও জানান, বাজারভিত্তিক হার কার্যকরের পর ডলারের দামে কিছুটা ওঠানামা হলেও বড় ধরনের অবমূল্যায়নের চাপ দেখা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে, এবং প্রয়োজন মনে হলে হস্তক্ষেপ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি বলেন, ‘‘অর্থনীতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। রপ্তানি এবং প্রবাসী আয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে রাজস্ব ও অর্থ ব্যবস্থাপনায় কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে।’’ এই দুর্বলতা কাটাতে রাজস্ব নীতি পৃথককরণ এবং বিনিময় হার বাজারভিত্তিক করার মতো সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘‘উন্নয়নের জন্য সব সময় বড় সংস্কার লাগে না। সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নের সমন্বয় থাকলেই অল্প সময়ের মধ্যে অনেক দেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।’’
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান।
১১৬ বার পড়া হয়েছে