গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইঘরের ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোশারফ হোসেন (২২), মিলন মিয়া (২০) এবং ইয়াকুব আলী (৫৫)। তিনজনই পশ্চিম কামালেরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলবেলা মিলন মিয়া তার ঘরের টিনের চালা পরিষ্কার করতে ওঠেন। এসময় পুরনো ও লিকেজ হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের কারণে টিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মিলনের চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে প্রতিবেশী মোশারফ হোসেন ছুটে গিয়ে তাদের সাহায্য করতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত বিদ্যুতের মূল সংযোগ বন্ধ করেন এবং তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত মোশারফ হোসেনের বাবা একরাম আলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১১৬ বার পড়া হয়েছে