সর্বশেষ

আইন-আদালত

নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শামিম হোসেন, নাজমুল ও জিলকদ। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাজ্জাদ হোসেন সবুজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্রী ছিলেন। আসামি শামিম হোসেন একই কলেজে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রীটির প্রতি অনাকাঙ্ক্ষিত প্রস্তাব ও উত্ত্যক্ত করা শুরু করেন। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

২০১৬ সালের ১৫ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কলেজের প্রধান ফটকের সামনে থেকে শামিম, তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করেন। এরপর তারা পালাক্রমে ধর্ষণ করেন।

ঘটনার দুই দিন পর, ১৭ মার্চ ভুক্তভোগীর মা যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২ জুন তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বিচার চলাকালে মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন