সর্বশেষ

জাতীয়

আসন্ন ঈদুল আজহা: শুক্রবার থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ মে)।

ওই দিন ২৯ মে’র জন্য টিকিট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, যাত্রীরা শুক্রবার (১৬ মে) থেকে একযোগে অনলাইনে এবং সরাসরি কাউন্টার থেকে বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এবার অনেক পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করবে। ফলে যাত্রীদের জন্য দুই মাধ্যমেই টিকিট কেনার সুযোগ থাকছে।

শুভঙ্কর ঘোষ আরও বলেন, বাস মালিকদের বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের মধ্যে এই টিকিট বিক্রির ঘোষণা এল। এর আগে ৭ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সব মাধ্যমিক স্কুল ও কলেজ ১৭ এবং ২৪ মে খোলা থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কিনা—এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন