কাতালান ডার্বিতে শিরোপার মঞ্চে বার্সেলোনা, বাঁচা-মরার লড়াইয়ে এস্পানিওল

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লা লিগার শিরোপা এখন বার্সেলোনার একেবারে হাতের মুঠোয়। আজ রাতেই ২৮তম লিগ ট্রফি নিশ্চিত করতে পারে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, যদি তারা প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে জয় তুলে নিতে পারে।
অন্যদিকে, অবনমন অঞ্চলে থাকা এস্পানিওলের জন্য এই ম্যাচটা বাঁচা-মরার লড়াই।
শিরোপার দোরগোড়ায় বার্সা
সাম্প্রতিক ফর্মে দুর্দান্ত বার্সেলোনা। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলে রোমাঞ্চকর জয় তাদের শিরোপার পথে অনেকটা এগিয়ে দিয়েছে। তিন ম্যাচ হাতে রেখেই তারা শীর্ষে রয়েছে ৭ পয়েন্ট ব্যবধানে। আজ রাতে জয় পেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এমনকি ম্যাচ ড্র হলেও, প্রতিদ্বন্দ্বীদের অবস্থানের ওপর নির্ভর করে শিরোপা নিশ্চিত হতে পারে।
দুর্বল প্রতিপক্ষ এস্পানিওল, তবুও চ্যালেঞ্জ রয়ে গেছে
আজ রাতের ম্যাচে প্রতিপক্ষ এস্পানিওল যদিও পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে, তবে অবনমন এড়াতে মরিয়া দলটি হাল ছাড়বে না। কোচ মানোলো গঞ্জালেজের অধীনে দলটি টানা তিন ম্যাচে হারলেও, বাঁচার শেষ চেষ্টায় মাঠে নামবে তারা।
একাদশে পরিবর্তন, লেওয়ানডস্কি বেঞ্চে?
বার্সার রক্ষণে কিছুটা পরিবর্তন আসছে। ইনিগো মার্টিনেজ নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় ফিরতে পারেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ইনজুরি কাটিয়ে ফিরছেন আলেহান্দ্রো বালদে। তবে আক্রমণভাগে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। লেওয়ানডস্কি পুরোপুরি ফিট না থাকায় তাকে শুরুতে না রেখে ফেরান তোরেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
ইতিহাসও বার্সার পক্ষে
কাতালান ডার্বিতে সাম্প্রতিক ইতিহাস বার্সার পক্ষেই কথা বলছে। এস্পানিওলের বিপক্ষে সর্বশেষ লিগ হার বার্সার হয়েছিল ২০০৭ সালে। আর সবশেষ কোনো প্রতিযোগিতায় এস্পানিওলের জয় এসেছিল ২০১৮-১৯ মৌসুমে, কোপা দেল রে-তে।
সম্ভাব্য একাদশ (বার্সেলোনা):
টার স্টেগেন; কুন্দে, আরাউহো, ক্রিস্টেনসেন, বালদে; ডি ইয়ং, গাভি, পেদ্রি; রাফিনিয়া, তোরেস, ফেলিক্স।
সম্ভাব্য একাদশ (এস্পানিওল):
পাচেকো; গিল, কাব্রেরা, ক্যালেরো, ওলিভান; ডার্ডার, ভিনিসিয়াস সুজা, নিকো মেলামেড; ব্রেথওয়েট, পুয়াদো, হোসেলু।
আজ রাতের ম্যাচ শুধু কাতালান ডার্বির উত্তেজনাই নয়, বরং শিরোপা ও অবনমনের হিসেব-নিকেশও নির্ধারণ করে দিতে পারে। সবকিছু ঠিকঠাক চললে, আজ রাতেই বার্সা ভক্তরা শিরোপা উৎসব শুরু করতে পারে।
১১৬ বার পড়া হয়েছে