শিক্ষা

জবি শিক্ষার্থীদের আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এসেছে ‘জবি ঐক্য’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে।

বুধবার (১৫ মে) দিবাগত রাত ১২টায় আন্দোলনকারীদের পক্ষে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ ঘোষণা দেন। তিনি জানান, “আমরা রাজপথ ছাড়বো না। এখানে শান্তিপূর্ণ অবস্থানে থাকবো। যদি আবারো দুপুরের মতো কোনো হামলা হয়, তার দায় সরকারকে নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো প্রকার হুমকি-ধামকিতে আমরা এই জায়গা ছাড়বো না।”

শিক্ষার্থীরা তিনটি মূল দাবির প্রেক্ষিতে আন্দোলন করছেন:

বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা,
বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া,
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন।
এর আগে বুধবার সকাল থেকে কয়েক দফায় রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। গুলিস্তান ও মৎস্য ভবনে বাধা অতিক্রম করে তারা যমুনা ভবনের দিকে অগ্রসর হতে থাকেন। তবে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং গরম পানি ছোড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।

বিকেল তিনটার দিকে আলোচনার উদ্দেশ্যে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও ট্রেজারার ড. সাবিনা শরমিন যমুনা ভবনে যান। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন আলোচনায় যোগ দেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা আবার কাকরাইল মোড়ে অবস্থান নেন।

শান্তিপূর্ণ অবস্থান এবং দাবির প্রতি সরকারের সদয় মনোভাব প্রত্যাশা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন