সর্বশেষ

সারাদেশ

নড়াইলে রূপগঞ্জ বাজারে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ১৪ মে, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সড়কের ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নড়াইল সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল শহর অংশে চার লেন সড়কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর অংশ হিসেবে আগে নির্মিত ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ ইতোমধ্যে অপসারণ করা হয়েছিল। কিন্তু সড়কের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ফুটপাথ দখল করে ৩০টিরও বেশি দোকান পুনরায় গড়ে তোলা হয়।

মঙ্গলবার (১৩ মে) রাতে মাইকিং করে মার্কেট ছেড়ে দিতে বলা হলেও হকার্স মার্কেটের দখলদাররা নির্দেশনা অমান্য করেন। পরে প্রশাসনের সঙ্গে দেন-দরবার করেও তারা অবৈধ স্থাপনাগুলো রক্ষা করতে পারেননি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কের স্বাভাবিক গতিপথ এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন