সর্বশেষ

শিক্ষা

শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা, তীব্র যানজটে আশপাশের সড়ক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা।

বুধবার (আজ) দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

এর আগে, দুপুরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা সড়ক অবরোধে বসেন।

শুধু শাহবাগ নয়, একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তিন দফা দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। এতে করে শাহবাগ, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকেল ৪টা থেকে যান চলাচল অত্যন্ত ধীরগতিতে চলতে দেখা যায়, বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি মোড় এলাকায়।

ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল হান্নান প্রথম আলোকে জানান, শাহবাগ ও কাকরাইলের গুরুত্বপূর্ণ দুটি ক্রসিং বন্ধ থাকায় বিকল্প রুটেও চাপ বেড়েছে। ফলে রাজধানীর কেন্দ্রস্থলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাঁদের রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন