লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, রাজনৈতিক দ্বন্দ্বে জড়িতের অভিযোগ

বুধবার, ১৪ মে, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে খাজা মোল্যা (৫০) নামে এক কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা-রাধানগর বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্যা কুমারডাঙ্গা-ইছাখালি গ্রামের লবা মোল্যার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বাজার করার উদ্দেশ্যে খাজা মোল্যা নিজ বাড়ি থেকে রওনা হয়ে রাধানগর বাজারে যান। সেখানে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষের ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে থাকা মানুষজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এ হামলার নেতৃত্ব দিয়েছেন ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুমারডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য পলাশ শেখ। তার সাথে এসেছিলো সেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুলসহ আরও কয়েকজন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পলাশ শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি সকাল ৮টায় ঘুম থেকে উঠে ঘটনা শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানি না। আমার কোনো লোকজন এতে জড়িত নয়।"
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলেও অনেকে মনে করছেন।
১২১ বার পড়া হয়েছে