মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভয়াবহ ভূমিকম্পের পর ঘোষিত মানবিক যুদ্ধবিরতি চলাকালেই মিয়ানমারে একটি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় ২০ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুইজন শিক্ষকও রয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। গ্রামটি গত ২৮ মার্চের ৭.৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্কুলের এক শিক্ষক বলেন, “আমরা শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যুদ্ধবিমানটি খুব দ্রুত ছিল। কোনো সতর্কতা ছাড়াই বোমা নিক্ষেপ করে তারা।”
স্থানীয় শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত জান্তা সরকারের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পে প্রায় ৩,৮০০ মানুষ নিহত হওয়ার পর মে মাসজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল মিয়ানমারের সামরিক সরকার। উদ্দেশ্য ছিল উদ্ধার, পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম চালানো। তবে ঘোষণার পরও সাগাইং, কারেন ও চিন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
২০২১ সালে সেনাবাহিনীর হাতে নির্বাচিত বেসামরিক সরকার উৎখাতের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। একদিকে জান্তা বাহিনী বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অন্যদিকে জাতিগত সশস্ত্র দল ও গণতান্ত্রিক বাহিনী যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
সাম্প্রতিক মাসগুলোতে এই প্রতিরোধ যোদ্ধারা সেনাবাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
১০৪ বার পড়া হয়েছে