জম্মু-কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় বাহিনীর অভিযানে তিন ‘সন্ত্রাসী’ নিহত

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ২:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যাদের 'সন্ত্রাসী' বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
এখনো ওই এলাকায় আরও একজন সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং তল্লাশি অভিযান চলছে।
সোমবার (১২ মে) রাতে কুলগাম জেলায় শুরু হওয়া অভিযান মঙ্গলবার গড়িয়ে যায় শোপিয়ানের শোকাল কেলার এলাকার গভীর জঙ্গলে। সেনাবাহিনী জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট ও আধাসামরিক বাহিনীর যৌথ ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে অভিযান চালানো হয়।
এই অভিযানে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনী তিনজনকে 'হাই-প্রোফাইল সন্ত্রাসী' হিসেবে শনাক্ত করে নিহত বলে জানায়। পুরো অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কেলার’।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “১৩ মে সকালে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযানে সন্ত্রাসীরা প্রথমে গুলিবর্ষণ শুরু করে, যার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেওয়া হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলমান।”
এই অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে সাময়িক শান্তি বিরাজ করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়। পাল্টা জবাব দেয় পাকিস্তানও, যেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন প্রাণ হারান।
যদিও ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এখনো পাকিস্তানের ওপর কড়া নজর রাখছে।
১০৪ বার পড়া হয়েছে