ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষ, নিহত প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর নেতা

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শহরটি।
স্থানীয় সময় সোমবার রাত ৯টা থেকে শুরু হওয়া এই সহিংসতায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ত্রিপোলির বিভিন্ন এলাকা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ ত্রিপোলিভিত্তিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী ‘সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যাপারেটাস’–এর প্রধান আবদেলগনি আল-কিকলি এই সংঘর্ষে নিহত হয়েছেন। তার মৃত্যু সংঘাতের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে বলে ধারণা করা হচ্ছে।
সংঘর্ষের পরপরই ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাধারণ নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম আল-আহরার ও আল-ওয়াসাত জানিয়েছে, রাজধানীর দক্ষিণের উপশহরগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ত্রিপোলির গোষ্ঠী ও মিসরাতাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে। উল্লেখ্য, বন্দরনগরী মিসরাতা ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
লিবিয়া বর্তমানে দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত—ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলের হাফতার পরিবারের নেতৃত্বাধীন প্রশাসন। এই বিভাজন দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমাগত জটিল করে তুলছে।
এদিকে, জাতিসংঘ সহায়তা মিশন (UNSMIL) লিবিয়ার সকল পক্ষকে শান্ত থাকার এবং উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছে।
১৩০ বার পড়া হয়েছে