সর্বশেষ

আন্তর্জাতিক

উপসাগরীয় সফরে সৌদি আরবে ট্রাম্প, লক্ষ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদির রিয়াদে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প চার দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের সফরসঙ্গী বিশিষ্ট ব্যবসায়ী ও করপোরেট নেতাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আজই রিয়াদে অনুষ্ঠেয় সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে অংশ নেবেন। এরপর আগামীকাল বুধবার কাতারে এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন তিনি।

এই সফর ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব পুনরায় স্পষ্ট করেছে। এর আগে হঠাৎ করেই তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে গিয়েছিলেন। তবে এটি পূর্বনির্ধারিত সফর ছিল না। তাই দ্বিতীয় মেয়াদে তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে সৌদি আরবই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সূচনাবিন্দু।

উল্লেখযোগ্য যে, তাঁর প্রথম প্রেসিডেন্ট মেয়াদেও ট্রাম্প সৌদি আরবকে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রচলিত রীতির বাইরে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা প্রথম সফরের জন্য যুক্তরাজ্য, কানাডা কিংবা মেক্সিকোকে বেছে নেন।

সাম্প্রতিক ঘোষণায় সৌদি যুবরাজ জানিয়েছিলেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। ট্রাম্প চান, এই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করা হোক। পাশাপাশি, সৌদি আরবের কাছ থেকে আরও বেশি মার্কিন সামরিক সরঞ্জাম রপ্তানির প্রত্যাশাও করছেন তিনি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন